Print

Rupantor Protidin

লোহাগড়ায় শিশু কে অপহরণ করে মুক্তিপণ দাবি, মহিলাসহ আটক ৪

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২৫ , ৯:৪৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের সৌদি প্রবাসী সালাউদ্দিন মৃধার একমাত্র শিশু পুত্র আব্দুল্লাহ মেজবাহ(৮) কে অপহরণ করে মুক্তিপণ দাবীর ঘটনায় মহিলাসহ ৪জন কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবাহ কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গত রোববার দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম থানার হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দিন মৃধার আট বছর বয়সী ছেলে আব্দুল্লাহ মেজবাহ গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে যায়। এসময় দোকানী উজ্জ্বল শেখ তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে। এরপর অপহরণকারীরা রাতেই ওই শিশুকে নিয়ে শহরের রামপুর এলাকায় নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখে।

অপহরণকারী দোকানী উজ্জ্বল শেখ ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। উজ্জ্বল শেখের কথাবার্তায় অসংগতির কারণে পুলিশের সন্দেহ হলে তাকে নিয়ে রবিবার (৩১ আগস্ট) ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আব্দুল্লাহ মেজবাহ কে উদ্ধার করা হয় এবং অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিলাসহ চারজন কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঘাঘা গ্রামের উত্তর পাড়ার শহীদ শেখের ছেলে দোকানী উজ্জ্বল শেখ (৩৬), বাবুল,লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), তার ছেলে সাকিব লস্কর (১৭), পার্শ্ববর্তী যোগিয়া গ্রামের হানিফ শেখের ছেলে ভ্যানচালক জান্নাতুল (১৮)।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।