Print

Rupantor Protidin

গোবিপ্রবিতে কৃষিবিদ ঐক্য পরিষদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২৫ , ৮:১৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩১, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ

Sheikh Kiron

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক’ দাবির বিরুদ্ধে এবং নিজেদের প্রস্তাবিত ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বিক্ষোভ সমাবেশ ও এগ্রি ব্লকেড’ পালন করেছে কৃষি বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) দুপুর ১ টায় কৃষিবিদ ঐক্য পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও  মেইনগেটের সামনের সড়কে ব্লকেড করা হয়।শিক্ষার্থীরা জানান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া,  কোন ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে কৃষিবিদ লিখতে পারবে না।

এসময় আন্দোলনরত শিক্ষার্থী মাহাদী হাসানতাহমিদ বলেন,দীর্ঘদিন ধরে কৃষিবিদরা তাদের যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছে। আমরা শান্তিপূর্ণভাবে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটা নিরপেক্ষ সমাধান আশা করেছিলাম। কিন্ত আমাদের নীরবতা ও শান্তিপূর্ণ আন্দোলনকে তারা দুর্বলতাভেবে ভুল করেছে।

আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসবে।