গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাতে নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে বিএনপি চেয়ারপারসন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বেগম খালেদা জিয়া বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি নুরুল হক নুরের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।