Print

Rupantor Protidin

শ্যামনগরে আল খিদমাহ ফাউন্ডেশনের কোরআন শরীফ বিতরণ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ৪:১১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ৪:১১ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগরে আল খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিম অসহায় ছাত্রছাত্রীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার হাজী ওয়ায়েজ উদ্দিন কওমি মাদ্রাসা, মাহমুদপুর কারিমিয়া মাদ্রাসা, মুন্সিগঞ্জ মইনুল ইসলাম মাদ্রাসা, মানিকপুর জামিলা সিদ্দিক মাদ্রাসা, দুরমুজখালি মহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা, মানিকপুর মুসা মেম্বার মাদ্রাসায় প্রায় একশত এতিম অসহায় ছাত্রছাত্রীদের মাঝে এ কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে আল খিদমাহ ফাউন্ডেশন শ্যামনগরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও থানা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, আনিসুজ্জামান, ডাক্তার গম আব্দুস সালাম, ফাউন্ডেশনের ভাই চেয়ারম্যান মুফতি শহিদুল্লাহ, যুগ্ম মহাসচিব মুফতি আব্দুর রহমান, সদস্য হাফেজ তালহা, মুফতি মফিজুর রহমানসহ প্রমূখ নেতৃবৃন্দ।