Print

Rupantor Protidin

৩ মাস বন্ধের পর সোমবার দুয়ার খুলছে সুন্দরবনের

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২৫ , ৬:২১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩০, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

প্রাণ-প্রকৃতি রক্ষায় টানা তিন মাস বন্ধ থাকার পর আবারো খুলে দেয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। আগামী ১ সেপ্টেম্বর (সোমবার) থেকে জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হবে সুন্দরবন।

শনিবার (৩০ আগস্ট) বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তাই শেষ মুহূর্তে জাল, নৌকা ও পর্যটকবাহী ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালী ও পর্যটন ব্যবসায়ীরা। দম ছাড়ার সময় নেই যেন তাদের।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ১ সেপ্টেম্বর থেকে জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এরই মধ্যে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনে মোট ২ হাজার ৯৭০ টি পাসপারমিট নবায়ন করা হয়েছে। নবায়নকৃতরা রাজস্ব দিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।