Print

Rupantor Protidin

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ, ভিপি নুর রক্তাক্ত

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২৫ , ১০:৪৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৯, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতীয় পার্টির (জাপা) বিজয়নগর কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের পর ফের সংঘর্ষ বাধলে নুরুল হক নুর গুরুতর আহত হন।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে বলে দাবি করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি জানান, দলের আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।