Print

Rupantor Protidin

তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা

লোহাগড়া পৌরসভার সচিবের বিরুদ্বে বিভাগীয় কমিশনারের নিকট অভিযোগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৫ , ৭:০৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলের লোহাগড়া পৌরসভায় মাষ্টার রুলে চাকুরীরত সিকদার ওসমান গনি লোহাগড়া পৌরসভার সচিব মোঃ তৌফিকুল আলমের বিরুদ্ধে নানা অভিযোগ করে খুলনা বিভাগীয় কমিশনারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ পত্রে লোহাগড়া পৌরসভার সচিব মোঃ তৌফিকুল আলমের নামে অভিযোগ পত্র আমলে নিয়ে খুলনা বিভাগীয় কমিশনার লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বুধবার (২৭আগষ্ট) তার বিরুদ্বে তদন্ত শুরু হয়েছে।

অভিযোগকারী ওসমান যে নারীকে নিয়ে অভিযোগ করে ছিল সেই নারী কে সামনে এনে জিজ্ঞেসাবাদের জন্য ডাকা হলে সে নারী হাজির হননি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ বলেন তদন্ত চলমান। তদন্ত শেষে প্রতিবেদন বিভাগীয় কমিশনারের নিকট প্রেরন করা হবে। তিনি প্রতিবেদন প্রাপ্তির পর ব্যবস্থা নিবেন।