Print

Rupantor Protidin

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৫ , ৬:১০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সংবাদকর্মীদের ভিসা নীতি কঠোর করার প্রস্তাব দিয়েছে। খবর রয়টার্সের ।

সরকারের প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা, বিনিময় কর্মীদের জে ভিসা এবং সাংবাদিকদের আই ভিসার মেয়াদ নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ হবে। বর্তমানে এসব ভিসার মেয়াদ সংশ্লিষ্ট কর্মসূচি বা যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরির সঙ্গে সম্পর্কিত।

মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিসায় অবস্থান করছিলেন। একই সময়ে প্রায় ৩ লাখ ৫৫ হাজার বিনিময় কর্মী এবং ১৩ হাজার সাংবাদিক ভিসা পেয়েছিলেন।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিসার সর্বোচ্চ মেয়াদ চার বছর। সেই সাথে সাংবাদিকদের ভিসা মেয়াদ কমিয়ে ২৪০ দিন করা হবে। চীনের নাগরিকদের জন্য ৯০ দিন। ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপ কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান আরও কঠিন হয়ে যাবে। আগে যেখানে সহজে অবস্থান বাড়ানো যেত, এখন আলাদা আবেদন করতে হবে।

ট্রাম্প প্রশাসন আরও জানিয়েছেন , এই পরিবর্তন ভিসাধারীদের অবস্থানকালে আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ ও তদারকির জন্য প্রয়োজন। জনগণকে প্রস্তাবিত নীতিমালার বিষয়ে ৩০ দিনের মধ্যে মতামত জানানোর সুযোগ দেওয়া হবে।

এর আগে, ২০২০ সালে একই ধরনের প্রস্তাব হয়েছিল, যা ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাহার করেছিলেন। আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক অলাভজনক সংস্থা নাফসা তখন ট্রাম্প প্রশাসনকে এই উদ্যোগ বাতিলের আহ্বান জানিয়েছিল।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসন প্রক্রিয়ায় আগেও কঠোরতা দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে, এবং লক্ষাধিক অভিবাসীর বৈধ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে।