Print

Rupantor Protidin

নড়াইলে অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক

নড়াইলে ভাইরাল অপারেশন থিয়েটার সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৫ , ৬:০৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক ভিডিও করে ফেসবুকে আপলোড করে ওই ক্লিনিকের নার্স প্রিয়া। এ ঘটনা নিয়ে সোসাল মিডিয়ায় ভাইরাল,এর পর ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮আগস্ট)দুপুরের দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাত আবদুল্লাহ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন,ডাক্তার কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রশান্ত ঘোষ প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া,লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী মুরাদ হোসেন,সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পিসহ প্রমুখ।

লোহাগড়া পৌরসভার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে “টিকটক”করে টিকটক ফেসবুকে আপলোড করেছে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বর্হিভুত। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় উঠে। ক্লিনিকের মালিক সেলিম মিয়া ভুল স্বীকার করে প্রিয়া কে ক্ষমা করে দিতে বলেন। এ ঘটনা নিয়ে গনমাধ্যমসহ নড়চড়ে বসে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার দুপুরে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, অপারেশন থিয়েটারে মধ্যে কোন কর্মকান্ড প্রকাশ করা দন্ডনীয় অপরাধ। প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক ভিডিও করে ফেসবুকে আপলোড করে ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।