Print

Rupantor Protidin

শ্যামনগরে গোসল করতে নেমে নারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৫ , ৪:৪৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে গোসল করতে নেমে জাহানারা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার মানিখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত জাহানারা খাতুন ওই গ্রামের বশির উদ্দীন গাজীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সকালে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে যান। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিকভাবে মরদেহ দাফন করা হয়েছে।