Print

Rupantor Protidin

যশোর এম এম কলেজে যাত্রা শুরু হলো ইসলামিক স্টাডিজ ক্লাবের

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২৫ , ১০:০২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৭, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সরকারি মাইকেল মধুসূদন ( এম এম) কলেজে যাত্রা শুরু হয়েছে ইসলামিক স্টাডিজ ক্লাবের। বুধবার (২৭ আগস্ট) ইসলামিক স্টাডিজ বিভাগের এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ইসলামিক স্টাডিজ ক্লাবের যাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে বহুমাত্রিক রূপে প্রসারিত করা, নৈতিক ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোই ক্লাবটির প্রধান উদ্দেশ্য। ক্লাবটি ১৩টি লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে।
প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—ধর্মীয় আলোচনা, আবৃত্তি, গবেষণা, লেখালেখি, বিতর্ক, উপস্থাপনা, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার, হামদ, নাত, ল্যাংগুয়েজ ক্লাব কার্যক্রম, খেলাধুলা ও কবিতা।
প্রধান অতিথি হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সালাম ক্লাবের উদ্বোধন করেন।
 ইসলামিক স্টাডিজ ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ ও ইতিহাস ক্লাবের সভাপতি আল শাহারিয়ার ইমন।
এ সময় বক্তারা বলেন, ইসলামিক স্টাডিজ ক্লাব শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও নৈতিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন, এই ক্লাব ভবিষ্যতে কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।