Print

Rupantor Protidin

সাজিদ হত্যা ও আওয়ামী শিক্ষকদের বিচার চেয়ে ইবি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২৫ , ৭:১৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৭, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আওয়ামীপন্থি শিক্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শাখা ছাত্রদল। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এদিকে সাজিদ হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবনের সামনে দুপুর দেড়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করেছেন কয়েকজন শিক্ষার্থী।
ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহম্মেদ ও নুর উদ্দিন উপস্থিত ছিলেন।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনিদের এখনো খোঁজ মেলেনি। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে এখনো আওয়ামী ফ্যাসিস্টরা বহাল রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্টদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।