Print

Rupantor Protidin

ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে যশোরে ছাত্রদলের মানববন্ধন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২৫ , ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৭, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (সম্মান) ২০২২–২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে দাবি করে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে মানববন্ধন করেছে ছাত্রদল। বুধবার (২৭ অগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, ফরম ফি বাড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে, অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরও বলেন, উচ্চশিক্ষা সহজলভ্য করার বদলে খরচ ক্রমেই বেড়ে চলেছে, যা শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক। বিষয়টি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সহ-সভাপতি বেনজির বিশ্বাস, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক টিটন তরফদার, জাহিদুল ইসলাম বিল্টু, আকিব আনোয়ার ও গোলাম সারোয়ার।।