Print

Rupantor Protidin

নজরুলের প্রেরণায় রাজপথে আন্দোলন: রিজভীর মন্তব্যে আলোচনায় জুলাই বিপ্লব

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২৫ , ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৭, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাইয়ের আন্দোলন ছিল দুনিয়া কাঁপানো এক গণঅভ্যুত্থান।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু প্রেম ও মানবতার কবিই নন, তিনি দ্রোহের কবিও। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে ব্রিটিশবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণআন্দোলন কিংবা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান—প্রতিটি জাতীয় সংগ্রামে নজরুলের গান ও কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, রাজপথে এনেছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা নজরুলের গান গাইতে গাইতে, তার কবিতা আবৃত্তি করতে করতে রাজপথে নেমে এসেছি। তার অনুপ্রেরণাই আমাদের স্বৈরশাসনের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।