প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৫ , ৯:২৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৬, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
বাগেরহাটের মোল্লাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন কৃষকের মধ্যে মোট ১০ কেজি জেআরও-৫২৪ জাতের পাট বীজ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ১০ শতাংশ জমির জন্য ২০০ গ্রাম করে বীজ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য শেখ সহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী ও ইউপি সদস্য রাফেজা প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এবং উন্নত জাতের পাট চাষে উৎসাহিত করতে এ ধরনের বীজ সহায়তা দিচ্ছে। এতে একদিকে কৃষকরা উপকৃত হবেন, অন্যদিকে দেশের পাট শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।