Print

Rupantor Protidin

মোল্লাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৫ , ৯:২৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৬, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বাগেরহাটের মোল্লাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন কৃষকের মধ্যে মোট ১০ কেজি জেআরও-৫২৪ জাতের পাট বীজ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ১০ শতাংশ জমির জন্য ২০০ গ্রাম করে বীজ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য শেখ সহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী ও ইউপি সদস্য রাফেজা প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এবং উন্নত জাতের পাট চাষে উৎসাহিত করতে এ ধরনের বীজ সহায়তা দিচ্ছে। এতে একদিকে কৃষকরা উপকৃত হবেন, অন্যদিকে দেশের পাট শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।