Print

Rupantor Protidin

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে চারটি আসন পুনর্বহালের দাবি

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৫ , ১১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৬, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ

Sheikh Kiron

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সংসদীয় আসনের সংখ্যা পুনর্বহালের দাবি জানালেন দুই জেলার প্রতিনিধিরা। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত শুনানিতে এ দাবি তুলে ধরা হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শুনানিটি পরিচালনা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং চার নির্বাচন কমিশনার এতে উপস্থিত ছিলেন।

শুনানিতে মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী জানান, ২০০১ সাল পর্যন্ত জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। তবে ২০০৮ সালে একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনা হয়, যার ফলে জেলার জনগণের প্রতিনিধিত্ব কমে যায়। তিনি দাবি করেন, ৪টি আসন থাকলে জেলার উন্নয়ন বরাদ্দও বাড়তো।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, “আমি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এসেছি। জেলার সর্বস্তরের মানুষই ২০০১ সালের মতো চারটি আসন পুনর্বহালের দাবি জানাচ্ছে।”

অন্যদিকে, মুন্সিগঞ্জের নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক রনি মল্লিক বলেন, বর্তমানে মুন্সিগঞ্জে তিনটি আসন রয়েছে। আমরা চাই, এটিকে আবার ২০০১ সালের মতো চারটি আসনে বাড়ানো হোক। পাশাপাশি তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন।