Print

Rupantor Protidin

কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২৫ , ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৫, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানিয়েছে, এই মুহূর্তে বরিশাল থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।

তৌহিদ আফ্রিদি জুলাই হত্যা মামলার আসামি বলেও জানিয়েছে সিআইডি।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীকে