Print

Rupantor Protidin

মার্কিন চাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের আহ্বান খামেনির

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২৫ , ১২:০২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৫, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

রবিবার (২৪ আগস্ট) তেহরানের একটি মসজিদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না।” খামেনির এই বক্তব্য পরে তার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রায় দুই মাস আগে ইসরাইলের সঙ্গে টানা ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর খামেনি নতুন করে এ আহ্বান জানালেন। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রও সীমিতভাবে অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার বোমা হামলা চালায়।

এদিকে, নিজেদের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। তবে খামেনি অভিযোগ করেন, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা ছিল ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ।