ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এ শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এ সময়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
ইসি’র জনসংযোগ পরিচালক শরিফুল আলম গণমাধ্যমকে জানান, আসন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সব দাবি-আপত্তি পর্যালোচনা করে শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তপশিল অনুযায়ী শুনানির সময়সূচি:
রবিবার: কুমিল্লা অঞ্চলের ১৮ আসন, দাবি-আপত্তি ৬৮৩টি
সোমবার: খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি
মঙ্গলবার: ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তি
বুধবার: রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি ও সিলেট অঞ্চলের ২টি শুনানি
সর্বাধিক আবেদন জমা পড়েছে কুমিল্লা-১ আসন থেকে (৩৬২টি) এবং সর্বনিম্ন আবেদন পড়েছে রংপুর অঞ্চলে (৭টি)। ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে ঢাকা-১ আসনে (৭৯টি)।
এর আগে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে। সেখানে ভোটার সমতা আনার লক্ষ্যে গাজীপুরে ১টি আসন বাড়িয়ে ৬টি করা হয় এবং বাগেরহাটে ৪ আসন থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় আরও ৩৯টি আসনে।
চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশের পরই নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে নির্বাচন কমিশন।