Print

Rupantor Protidin

মহেশপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২৫ , ৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৩, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসুচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ন সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী,কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান,উপজেলা,উপজেলা বিএনপির সহ সভাপতি তরফতার তৌফিক বিপু, বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়।
দলটির নেতৃবৃন্দ জানায়, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। নবায়ন ছাড়াও নতুন প্রায় ৪০ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।