Print

Rupantor Protidin

নারায়ণগঞ্জে ফ্রিজ বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২৫ , ১০:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৩, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ

Sheikh Kiron

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাইনাদি পূর্মুবপাড়া এলাকার জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন—তাহেরা বেগম (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (মাত্র ১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এর মধ্যে তাহেরা বেগমকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজ বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটে।