প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২৫ , ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২১, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন উত্তর সখিপুর গ্রামের পিতা সুশীল কুমার,মাতা: প্রতিমা বিশ্বাস মৌসুমী মেয়ে শুভেচ্ছা রানী বিশ্বাস,নব মুসলিম হয়ে, নাম দিয়েছে ফাতেমা খাতুন সে “মুসলিম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ” এই ব্যাখ্যা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। ফতেমা খাতুন বলেন,আমি
গত ১৯/৬/২০২৫ রোটারি পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত হয়েছেন, বর্তমান সে আজীবন ইসলাম ধর্মের উপরে অবিচল থাকতে চায় এবং প্রতিজ্ঞাবদ্ধ, সে প্রশাসন সহ জন প্রতিনিধিরা এবং মুসলিম দের ও সকলের নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছে।