Print

Rupantor Protidin

মোল্লাহাটে মাদক কারবারী গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২৫ , ৯:৫৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২০, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ১২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট থানা সংলগ্ন মা ফ্লিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় খুলনা থেকে গোপালগঞ্জগামী একটি গাড়ি থেকে নামার পর মাদক সরবরাহের মুহূর্তে শহিদুল ইসলাম (৩৫) নামের ওই কারবারীকে আটক করা হয়।
আটক শহিদুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাতইল গ্রামে। তিনি মৃত মোহাম্মাদ আলী শেখের ছেলে ও মোসাম্মাৎ আসমা বেগমের সন্তান।
তল্লাশিতে তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারা, স্বরনি ১০(ক)-এ মোল্লাহাট থানায় মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।