Print

Rupantor Protidin

শার্শা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ১:৪৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর শহরের জয়তী সোসাইটিতে শার্শা কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বীর মুক্তিযোদ্ধা ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আবুল হাসান, গঠনতন্ত্র প্রনয়ণ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান, মিজানুর রহমান, এ্যাডভোকেট নবী নওয়াজ আসিফুদ্দৌলাহ কনক, মশিয়ার রহমান ও আনিছুর রহমান প্রমুখ।

সভায় শার্শা কল্যাণ সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ডা. হারুন অর রশিদকে সভাপতি, আবুল হাসানকে সাধারণ সম্পাদক, মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১০ জন দাতা এবং ১৮ জন আজীবন সদস্য হয়েছেন। অনুষ্ঠানে যশোরে বসবাসকারী শার্শার ৯০ জন সদস্য উপস্থিত ছিলেন।