Print

Rupantor Protidin

ডাকসু নির্বাচনে ছাত্রদলের সম্ভাব্য প্যানেল: ভিপি পদে আবিদুল, জিএস পদে হামিম

প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২৫ , ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২০, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ

Sheikh Kiron

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সম্ভাব্য প্যানেল চূড়ান্ত করেছে বলে জানা গেছে। সংগঠনের ভিপি পদে মনোনয়ন পাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান।

জিএস পদে মনোনয়ন দেওয়া হচ্ছে কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিমকে।

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী (২০১৮-১৯ সেশন) তানভীর আল হাদী মায়েদের নাম প্রায় নিশ্চিত বলে দলীয় সূত্র জানিয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে তাদের প্যানেল ঘোষণা করবে। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, “আজ দুপুর ১২টার দিকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করব।”

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। শেষ মুহূর্ত পর্যন্ত প্যানেল চূড়ান্ত না হলেও একক প্রার্থী হিসেবে বিভিন্ন পদে ছাত্রদলের নেতারা মনোনয়নপত্র জমা দেন।