Print

Rupantor Protidin

মোল্লাহাটে যুবদলের কার্যালয় উদ্বোধন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২৫ , ২:২৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৯, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় থানা রোড সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১৭ আগস্ট,২০২৫ ইং,রবিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সভাপতি সেলিম আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, উপজেলা যুবদল নেতা মাইনুল শরীফ, যুবদল নেতা রাসেল শরীফ, সবুর শিকদার ও মো. হাসান সরদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতারা বলেন, নতুন কার্যালয়ের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। তরুণ প্রজন্মকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করা হবে।
উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।