Print

Rupantor Protidin

যশোরে ৫টি স্বর্ণের বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৫ , ৯:৪৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে ৫টি স্বর্ণের বারসহ দু’পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,  রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরিয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রাম এলাকার নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সোমবার সকালে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের হামিদপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় ঢাকা থেকে যশোরগামী একটি বাসের গতিরোধ করে আব্দুল হালিম ও শহিদুল ইসলামকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা।
তিনি আরো জানান, আটককৃতদের একজন ঢাকা থেকে নাভারন এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা জানায় একজন ঢাকার যাত্রাবাড়ী অন্যজন ঢাকার কেরানীগঞ্জ তেঘরিয়া এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।