Print

Rupantor Protidin

পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদানের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৫ , ৮:৫৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনার পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান এর যোগদানের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ মোঃ জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, দেব্রত সরকার, মোঃ আয়ূব আলী, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান কে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“গত এক বছরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমানের দক্ষ নেতৃত্বে স্বাস্থ্যসেবার মান পূর্বের তুলনায় উন্নত হয়েছে। রোগীদের চিকিৎসা ও সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মপরিবেশও আরও সুন্দর হয়েছে।
বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা ভবিষ্যতেও সম্মিলিতভাবে স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।