Print

Rupantor Protidin

মনিরামপুরে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৫ , ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ

Sheikh Kiron

মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা ও ভ্যানচালকের কাছে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই পরিবার থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রথম ঘটনায়, স্থানীয় গৃহবধূ শাহিনুর বেগম অভিযোগ করেন— এলাকার বখাটে ও মাদকাসক্ত ইমদাদুল, মিকাইল, মিঠুসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। বিশেষ করে ইমদাদুল রাতের অন্ধকারে ঘরের পাশে এসে কুরুচিপূর্ণ মন্তব্য করত এবং অশালীন প্রস্তাব দিত। প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্তরা একাধিকবার তার বাড়ি থেকে ছাগল ও হাঁস চুরি করেছে। সর্বশেষ ১৫ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে বাড়ির বাইরে বাথরুমে গেলে ইমদাদুল জোরপূর্বক তাকে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
অন্যদিকে একই গ্রামের ভ্যানচালক ইমরান হোসেনের কাছে চাঁদার টাকা দাবি ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর মা রেখা বেগম থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন, কাদের গোলদারের ছেলে ইমদাদুল দীর্ঘদিন ধরে তার ছেলের কাছে চাঁদা দাবি করে আসছে। টাকা না দিলে শারীরিকভাবে নির্যাতন করে এবং ভ্যান কেড়ে নেওয়ার হুমকি দেয়।
অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ইমরান হোসেন ভ্যান নিয়ে কলেজ মাঠে বিশ্রাম করছিলেন। এ সময় ইমদাদুল সেখানে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।
উভয় ঘটনায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
মণহরামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।