Print

Rupantor Protidin

দেবহাটায় কলকাতা খালের ভাঙ্গন পরিদর্শনের সাথে সাথে দূরত্ব মেরামতের কাজ শুরু

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৫ , ৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ

Sheikh Kiron

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কলকাতা খালের ভাঙ্গন পরিদর্শনের সাথে সাথে খুব দূরত্ব মেরামতের কাজ শুরু করা হবে বলে আশ্রয় দেন। গত শুক্রবার ১৫ ই আগস্ট কুলিয়া ইউনিয়নের চর বালিতা পরিদর্শনের পর  ১৭ ই আগস্ট রবিবার জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় কলকাতা খালের পার্শ্ববর্তী রাস্তার ভাঙ্গন সমস্যা উপস্থাপন করেন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নবগত কে এম আবু নওশাদ।
জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা পরপরই সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতি দ্রুত ভাঙ্গন মেরামতের কাজ শুরু করার জন্য বলেন।  এবং অনুমতি দেন দেবহাটা ও সদর উপজেলা প্রশাসনের সাথে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ ও কারিগরি টিমের মাধ্যমে সমাধানের জন্য অবিলম্বে ব্যবস্থা নেয়া প্রয়োজন মর্মে কার্যক্রম শুরু করার প্রস্তাব দেওয়ার পর কালক্ষেপণ না করে সভা শেষ করার সাথে সাথে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী সদর উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় জনপ্রতিনিধিরা  এলাকাবাসী উক্ত স্থান ১৭ই আগস্ট রবিবার দুপুরেই আবারো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সিদ্ধান্ত হয় যে,
খননকৃত কলকাতা খালের বাকের অংশগুলোর যেখানে যেখানে ভেঙে গিয়েছে সেখানে দ্রুত প্যালাসাইডিং করে রাস্তার পাড় পুনরুদ্ধার করবে
পানি উন্নয়ন বোর্ড। আর মেরামত করার পর রাস্তার ভেঙে যাওয়া অংশ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে এলজিইডি।
সমন্বিত পরিদর্শনে দুই দপ্তরের কার্যক্রম স্পষ্ট করতে পারায় সংশ্লিষ্ট দপ্তর গুলো এখন শীঘ্রই কাজ শুরু করতে পারবে।
আর পুরানো স্লুইস গেটের পার্শ্ববর্তী খেলার মাঠ ও ঈদগাহ এর পাশে ভাংগন আগামী দুই সপ্তাহের মধ্যে বাধ দিয়ে ঠিক করবে পানি উন্নয়ন বোর্ড। এই উদ্যোগ সাথে সাথে নেওয়ার জন্য এলাকাবাসী দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ধন্যবাদ জানান।