শ্যামনগর উপজেলার বল্লারটোপ ১৯০নং প্রাইমারী স্কুলে বসছে মাদক সেবন ও বিক্রি। কর্তৃপক্ষ নির্বাহী কর্তার নিকট অভিযোগ করে পড়েছেন মাদকাসেবীদের রোশানলে।
বল্লারটোপ ১৯০ নং প্রাইমারী স্কুলের সাইক্লোন সেল্টারে প্রতিরাতে একদল মাদকসেবী গাজা, ফেনসিডিল ও মদের আসর বসাচ্ছে ফলে এলাকার যুবক শ্রেনীর ছেলেরা ও তাদের সাথে যোগ দিচ্ছে। এবং এই মাদকের টাকা জোগাড় করতে ঐসব মাদকসেবী যুবকরা এলাকায় করছে চুরি ছিনতাই। সন্ধ্যার পর থেকে রাত ভর সেখানে মাদক বিক্রি ও সেবনের কারণে বিশেষ করে গাজার গন্ধে এলাকা বিষাক্ত হয়ে উঠেছে। গাজার গন্ধ বাতাসে ছড়ানোর কারণে স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রী ও নিকটস্ত মসজিদের মুসুল্লীদের সমস্যায় পড়তে হচ্ছে। স্কুলের সভাপতি বাধা দেওয়ায় মাদক সেবন কারিরা সভাপতিকে নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এসব সেবন কারিদের নেতৃত্বে রয়েছে কতিপয় প্রভাবশালী ব্যাক্তি। তাদের ইন্ধনের কারণে এলাকার সচেতন মানুষ অসহায় হয়ে পড়েছে। সচেতন এলাকাবাসী মাদক বিক্রি ও সেবন বন্ধে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সভাপতির পক্ষথেকে নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করা হয়েছে অথচ নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে এখনও কোন আইনগত ব্যবস্থা গ্রহন না করার অভিযোগ উঠেছে।