Print

Rupantor Protidin

শ্যামনগরে কুকুরের কামড়ে নারী-পুরুষসহ ১৩ জন আহত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৫ , ৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের হোটেল ঠিকানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর প্রথমে প্রতিবন্ধী লক্ষ্মী রানীকে কামড়ায়। তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে হোটেল কর্মচারী রেলাল হোসেনও কামড়ের শিকার হন। পরপর আরও ১১ জনকে কামড় দিয়ে গুরুতর জখম করে ওই কুকুরটি। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে কুকুরটিকে মেরে ফেলে।
আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান জানান, আহত সবাইকে এন্টির‌্যাভিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন।