Print

Rupantor Protidin

শার্শায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুরুষাঙ্গ কর্তন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৫ , ১১:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ

Sheikh Kiron

যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় তার প্রতিবেশী। নির্যাতনের শিকার হতে না দিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ওই গৃহবধূ আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। এরপর থেকে আসামী  পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার (১৮ আগস্ট) তাকে আটক করেছে।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী উল্লেখ করেন, আসামী  মুবায়দুল রহমান (৩৫), পিতা  আতিয়ার রহমান, মাতা  জবেদা খাতুন, গ্রাম পাড়ের কায়বা (বিজিবি ক্যাম্প সংলগ্ন), থানা-শার্শা, জেলা-যশোর দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় গত ০৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল মারে। শব্দে ঘুম ভেঙে বাইরে আসার পর তাকে ওৎ পেতে থাকা আসামি জাপটে ধরে, শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
জীবন রক্ষার তাগিদে গৃহবধূ প্রতিরোধ করে ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। তার চিৎকারে স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।
এজাহার দায়েরের পর থেকে পুলিশ আসামি গ্রেপ্তারে তৎপর ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখি। এই আসামিকে গ্রেপ্তার আমাদের অঙ্গীকারেরই অংশ।”
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভুক্তভোগীর সাহসিকতা এবং পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন।