Print

Rupantor Protidin

কলাপাড়ায় দর্জির ঝুলন্ত লা*শ, চিরকুটে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৫ , ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ

Sheikh Kiron

পটুয়াখালীর কলাপাড়ায় লোকমান সরদার (৩২) নামের এক দর্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লোকমান সরদার পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। তিনি স্থানীয় পাখিমারা বাজারে দর্জির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে পুলিশের হাতে তিন পাতার একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে স্ত্রীকে দায়ী করে একাধিক অভিযোগ তুলেছেন লোকমান। চিরকুটে লেখা ছিল— “আমার বউ শুধু টাকা নিয়ে চিন্তা করে, আমাকে কখনও বিশ্বাস করেনি। টাকা না থাকলে সে আমাকে ছেড়ে যাবে—এটা আমি বুঝে গেছি। তাই বেঁচে থাকার আর মানে নেই। সবাই আমাকে খারাপ ভাবে, এমনকি যেখানে ভাড়া থাকি সেখানেও চোর বলে অপবাদ দেয়। সবকিছু সহ্য করতে না পেরে আমি শেষমেশ এই কাজ করলাম।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লোকমান ছিলেন শান্ত-ভালো স্বভাবের মানুষ। তবে তার দাম্পত্য জীবনে কলহ চলছিল, পাশাপাশি স্ত্রীর পরকীয়ার গুঞ্জনও এলাকায় ছড়িয়ে পড়েছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”