Print

Rupantor Protidin

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, বিস্ফোরণে স্তম্ভিত এলাকাবাসী

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২৫ , ৯:১৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৭, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর মহাখালী রেলগেট সংলগ্ন একটি পেট্রোল পাম্পে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এই আগুন ছড়িয়ে পড়লে একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর পাম্পের কর্মীরা প্রাথমিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালান। তবে মুহূর্তের মধ্যেই শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণে মহাখালী পেট্রোল পাম্প সংলগ্ন প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া মহাখালী ফ্লাইওভারের এক পাশেও যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।