Print

Rupantor Protidin

জোহর বারুতে বিশেষ অভিযান: ৩৭ বিদেশি নাগরিক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২৫ , ৮:২০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৭, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

মালয়েশিয়ার জোহর বারুতে ইমিগ্রেশন বিভাগের (JIM) বিশেষ অভিযানে ৩৭ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ ওয়ার্ক পারমিট বা অনুমতিপত্র ছাড়া কাজ করার অভিযোগ রয়েছে।

জোহর ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, গতকাল শহরের একাধিক রেস্তোরাঁয় ‘অপ সেলেরা’ ও ‘অপ সাপু’ শীর্ষক অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৬৩ জন বিদেশি ও স্থানীয়কে যাচাই করা হলেও, কাগজপত্রে অনিয়ম পাওয়ায় ৩৭ জনকে আটক করা হয়।

আটক বিদেশিদের তালিকা

  • মিয়ানমার: ১৩ জন পুরুষ ও ১০ জন নারী (মোট ২৩ জন)

  • বাংলাদেশ: ৫ জন পুরুষ

  • ইন্দোনেশিয়া: ৩ জন পুরুষ ও ৬ জন নারী (মোট ৯ জন)

সর্বমোট আটক: ৩৭ জন

অভিযানের সময় দুজন পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন টিম দ্রুত তাদের আটক করে। এছাড়া একজন স্থানীয় মালয়েশিয়ান নাগরিককেও অভিযুক্ত রেস্তোরাঁর মালিক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।