প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২৫ , ৭:৩২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৭, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য প্রচারের ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রোববার এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১৩ আগস্ট দুপুরে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৫ নম্বর শ্রেণিকক্ষে রাজনৈতিক পরিচয়ে কিছু শিক্ষার্থী অধ্যাপক মতিনুর রহমানের সঙ্গে বেয়াদবি ও বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে মতিনুর রহমানের বক্তব্য বিকৃত করে প্রচারসহ তাঁর সম্পর্কে কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে যাওযায় তাঁর ব্যক্তিগত মর্যাদা, বিভাগের সুনাম ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে বলে উল্লেখ করেন তারা।
স্মারকলিপিতে উল্লেখিত শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো— শ্রেণিকক্ষে সকল ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে, অধ্যাপক মতিনুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে অপপ্রচারকারীদের সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।