Print

Rupantor Protidin

পাইকগাছা জিরো পয়েন্টের বেহাল সড়কে সংস্কার করলো জামায়াতে ইসলামী

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২৫ , ৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৬, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনা-কয়রা সড়কের পাইকগাছা বাসস্টান্ড জিরো পয়েন্টে বেহাল রাস্তা নিজস্ব অর্থায়নে ইট বালু ফেলে সংস্কার করে চলাচল উপযোগী করার কাজ উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
শনিবার দুপুরে খুলনা বিভাগীয় বাস মিনিবাস মালিক সমিতির সদস্যদের সাথে নিয়ে পাইকগাছা বাসস্ট্যান্ড জিরো পয়েন্টের বেহাল সড়কে ইট-বালু  ফেলে সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট লেয়াকাত আলী সরদার, এস এম মাওঃ আমিনুল ইসলাম , প্রফেসর আব্দুল মমিন সানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, মোঃ রুহুল কুদ্দুস, পৌর আমীর ডাঃ আসাদুল ইসলাম সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল, সদস্য সুবঞ্জন চক্রবর্তী, ফজলুর রহমান,  আনারুল ইসলাম, দিপঙ্কর মন্ডল প্রমুখ।