Print

Rupantor Protidin

শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: আহত ৩

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২৫ , ৫:৫৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৬, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমির আইল ঠেলা নিয়ে দীর্ঘদিন ধরে ইসরাফিল মাঝি ও ডালিম মাঝি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় কথাকাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে ইসরাফিল মাঝি (৩৮), রাশেদুল ইসলাম (৩৬) ও মো. শফিকুল ইসলাম (৩৪) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।