Print

Rupantor Protidin

শ্যামনগরে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জি.এম রেজাউল করিম গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২৫ , ৫:২৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৬, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতা ও কৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জগলুল হায়দারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে সাতক্ষীরা শহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, সরকার উৎখাতের ষড়যন্ত্রের একটি মামলায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন রেজাউল করিম। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুন সাতক্ষীরা-৪ আসনের সাবেক তিন সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা দায়ের হয়। মামলাটি করেন শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ। ওই মামলার ১২ নম্বর আসামি হলেন গ্রেপ্তার জি.এম রেজাউল করিম।