Print

Rupantor Protidin

খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ কাঁকড়া জব্দ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২৫ , ৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৬, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনার রূপসায় বিশেষ অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৬ আগস্ট ২০২৫) ভোরে এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খুলনা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত কাঁকড়ার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে। আটককৃত দুই ব্যক্তিকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।