Print

Rupantor Protidin

পুতিনের আমন্ত্রণে ট্রাম্পের সম্ভাব্য মস্কো সফর

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২৫ , ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৬, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার অ্যাঙ্কোরেজে দুই নেতার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই আমন্ত্রণ জানান পুতিন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বৈঠককে “অত্যন্ত ফলপ্রসূ” আখ্যা দিয়ে বলেন, “যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারিনি, তবে সেখানে পৌঁছানোর সম্ভাবনা খুবই উজ্জ্বল। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আজকের এই বৈঠক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাস্তবসম্মত সম্পর্ক পুনরায় শুরুতে সহায়তা করবে।”

শেষ মুহূর্তে ট্রাম্প পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা খুব শিগগিরই আবার দেখা করব।” তখন পুতিন ইংরেজিতে হেসে জবাব দেন, “পরবর্তীবার মস্কোতে।”

ট্রাম্প আরও বলেন, “আলোচনা ছিল দারুণ। আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে বেশিরভাগ বিষয়ে ঐক্যমত হয়েছে। যদিও কয়েকটি বড় ইস্যুতে এখনও পুরোপুরি সমঝোতায় পৌঁছানো যায়নি, তবে অগ্রগতি হয়েছে।”

এ সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের আগের দাবি—“তিনি প্রেসিডেন্ট থাকলে যুদ্ধ শুরুই হতো না”—এর সঙ্গে একমত প্রকাশ করেন পুতিন।

এর আগে উভয় দেশের প্রেসিডেন্টের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজের যৌথ সামরিক ঘাঁটিতে অবতরণ করলে ট্রাম্প স্বাগত জানান পুতিনকে। পরে তারা একসঙ্গে ট্রাম্পের গাড়িতে চড়ে সম্মেলন স্থলে যান।