Print

Rupantor Protidin

বছরে সাশ্রয় হবে ২২৬ কোটি টাকা

চট্টগ্রাম থেকে ঢাকায় তেল সরবরাহে চালু হচ্ছে দেশের ১ম ভূগর্ভস্থ পাইপলাইন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২৫ , ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১৬, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় সরাসরি জ্বালানি তেল সরবরাহে দেশের প্রথম ভূগর্ভস্থ পাইপলাইন আজ শুক্রবার (১৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও সেনাবাহিনীর প্রকৌশলীদের যৌথ বাস্তবায়নে প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন।

উদ্বোধন করবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা পয়েন্ট থেকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি চালুর ঘোষণা দেওয়া হবে।

প্রকল্পের আওতায় পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত ২৪১ কিলোমিটার দীর্ঘ ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপন করা হয়েছে। এছাড়া ফতুল্লায় একটি ডিপো নির্মাণ করে সেখানে ১০ ইঞ্চি ব্যাসের আলাদা পাইপলাইন যুক্ত করা হয়েছে। পুরো লাইনটি ২২টি নদী ও খালের নিচ দিয়ে গেছে।

বিপিসি কর্মকর্তাদের মতে, আগে ট্যাঙ্কার জাহাজে করে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগত। কিন্তু নতুন পাইপলাইনে মাত্র ৪ ঘণ্টায় একই কাজ সম্পন্ন হবে। এতে শুধু সময়ই কমবে না, বরং পরিবহন ব্যয় বছরে ৩২৬ কোটি টাকা থেকে কমে দাঁড়াবে মাত্র ৯০ কোটি টাকা। অর্থাৎ বছরে প্রায় ২২৬ কোটি টাকা সাশ্রয় হবে।

নতুন এই ব্যবস্থায় তেল চুরি ও আবহাওয়াজনিত সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিও থাকবে না। প্রকল্পে ব্যবহৃত কম্পিউটারাইজড SCADA (Supervisory Control and Data Acquisition) সিস্টেমের মাধ্যমে সরবরাহ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হবে।

এর আগে ভারত থেকে ডিজেল আমদানির জন্য বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন নির্মিত হয়েছিল। এবার দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই আধুনিক পাইপলাইন ব্যবস্থা চালু হলো।