Print

Rupantor Protidin

কেশবপুরে পানি বন্ধি মানুষের মাঝে সোহেল হাসানের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৫ , ৮:৩৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুর পৌরসভার ০১ নং ভোগতি নরেন্দ্রপুর ওয়ার্ডের পানিবন্দী দেড় শতাধিক মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেন সমাজসেবক সোহেল হাসান আইদ।
এ সময় পানি বন্ধি নোনাডাঙ্গা গ্রামের আয়ুব হোসেন,আবদুল খালেক,সুলতান হোসেন, নাজমা বেগম,জাহানারা বেগম,চৈতী সাহা বলেন বাড়ীতে হাটু পানি আমাদের কেউ খোঁজ খবর নেই না।বিগত বছর থেকে সোহেল হাসান আইদ ভাই আমাদের সকলের খোঁজ খবর সহ নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছেন। আজ নিজ উদ্যোগে ১৫০ পরিবারে ত্রাণ বিতরণ করছে। আমরা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সমাজ সেবক সোহেল হাসান আইদ বলেন,
সবসময়ই সামাজিক ও প্রাকৃতিক দূর্যোগে দায়িত্বের সাথে অন্যান্য সকল ক্ষেত্রের পাশাপাশি জরুরী ত্রাণ ও মানবিক সহায়তায় বিশেষ অবদান রেখে চলেছি । পানি বন্ধি
প্রতিটি পরিবার তাদের জীবন-জীবিকা নিয়ে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েছে।
আমার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে।
আমি বিএনপির একজন কর্মি। আমার নেতা তারেক রহমান বলেছেন মানুষের পাশে থাকা, মানুষের উপকার করা,বিএনপির মুল কাজ। আগামীতে ঔষধ সহ বিভিন্ন সামগ্রী বিতরন করার পরিকল্পনা রয়েছে। হরি হর নদীর সংলগ্ন
খোঁজা খালের মুখের বাঁধ জনগণের মতামতে অপসারণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে।