বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল (১৫ আগস্ট) আয়োজিত দোয়া মাহফিল সফল করতে প্রস্তুতিমূলক সভা করেছে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. খায়রুল ইসলাম। সভায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির নেতা আজিবার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল জুমার নামাজের পর মনিরামপুর উপজেলা জুড়ে মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।