Print

Rupantor Protidin

এআই অপব্যবহার ঠেকাতে নতুন বিধান যুক্ত

আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৫ , ৫:২৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রোডম্যাপ নিয়ে আলোচনা শেষ হয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ কার্যকর হবে, তা পরে জানানো হবে। প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আরও আলোচনা বাকি রয়েছে, যা শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

ইসি সচিব আরও জানান, এখন পর্যন্ত নির্বাচনী পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন এসেছে, যা যাচাই-বাছাই চলছে। এদিন বিকেলে ইসি ভবনে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, তার দল ভবিষ্যতে সুষ্ঠু, নিরপেক্ষ ও সংবিধান অনুযায়ী নির্বাচন চায় এবং বর্তমান সরকারের প্রতি আস্থা প্রকাশ করে। একইসঙ্গে দলের একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে তিনি অবৈধ বলে মন্তব্য করেন।

এর আগে, ৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস জানান, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, “৫ আগস্ট প্রথম অধ্যায় শেষ, এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন।”

৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে চিঠি পাঠিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

ইসি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভোটারদের বিভ্রান্ত করতে ডিপফেক ভিডিও, মিথ্যা তথ্য, অপপ্রচার বা প্রার্থীর চেহারা বিকৃত করে কোনো কন্টেন্ট প্রকাশ করা যাবে না। কেউ এসব করলে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা হবে।

এছাড়া, রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির মতামতের ভিত্তিতে আচরণবিধির খসড়ায় নতুন বিধান যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণা ও ভোটের দিনে ড্রোন বা কোয়াডকপ্টারের মতো যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা।