Print

Rupantor Protidin

যশোরে বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ৪ কোটি টাকার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৫ , ২:০২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২৫, ২:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের নওয়াপাড়ার আলোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে ৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নওয়াপাড়ার এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্মম নির্যাতন চালানো হয় এবং হত্যার হুমকি দিয়ে কোটি টাকার চাঁদা আদায় করা হয়।

পুলিশ জানায়, গত বছরের জুলাই মাসে ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন, তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে বালুর মধ্যে বুক পর্যন্ত পুঁতে রাখা হয়। এরপর কয়েক দফায় মোট ৪ কোটি টাকা চাঁদা আদায় করা হয়। এই ঘটনায় আসাদুজ্জামান জনিসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল খুলনায় অভিযান চালিয়ে জনিকে আটক করে। বর্তমানে তাকে অভয়নগর থানায় রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ আরও জানায়, চাঁদাবাজির পাশাপাশি তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ৪ কোটি টাকার চাঁদাবাজির মামলার ভিত্তিতে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে তার পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।