Print

Rupantor Protidin

উদ্ধার ১২ হাজার ঘনফুট পাথর

সিলেটের সাদাপাথর বাঁচাতে যৌথবাহিনীর অভিযান

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৫ , ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে চলছে ব্যাপক চুরি-লুটপাট। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই প্রকাশ্যে পাহাড় কেটে ও নদী থেকে পাথর তুলে নেওয়ার ফলে ধ্বংসের মুখে পড়ছে এই প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য স্থানটি। একসময় পাহাড় ও সাদা পাথরে ঘেরা মনোমুগ্ধকর জায়গাটি এখন ধীরে ধীরে বিরাণভূমিতে পরিণত হচ্ছে। এতে হতাশ স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।

এই চুরির ঘটনায় মঙ্গলবার (১২ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাফি মো. নাজমুস সাদাত জানিয়েছেন, পাথর চুরির সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। পাথর লুটপাট বন্ধে যৌথবাহিনী বুধবার (১৩ আগস্ট) রাতেই বিশেষ অভিযান শুরু করে। এ সময় ১২ হাজার ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের স্থানে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে, যাতে চোরচক্র আর পাথর পাচার করতে না পারে।

স্থানীয়রা আশা করছেন, এই অভিযান অব্যাহত থাকলে সাদাপাথরের হারানো সৌন্দর্য একদিন ফিরিয়ে আনা সম্ভব হবে।