Print

Rupantor Protidin

আশাশুনিতে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২৫ , ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৩, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ

Sheikh Kiron

আশাশুনিতে “ন্যায়সঙ্গত পরিবর্তনের জন্য পরিবেশগত মানবাধিকারঃ স্থানীয় নাগরিক সমাজ সংগঠনগুলিকে শক্তিশালীকরণ, জলবায়ু-প্রভাবিত এলাকাগুলিকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর (ENGAGE)” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় বারসিকের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক তৌহিদুল আলম এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মাবুবুর রহমান।

এরিয়া ম্যানেজার রোকসানা পারভিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, পিআইও আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, বারসিক উপজেলা ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ, ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দীক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং ENGAGE প্রকল্পের মাধ্যমে আশাশুনির জলবায়ু-প্রভাবিত এলাকাকে টেকসই ও স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।