ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবরীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়েছে।
বিজিবি সুত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুরের পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা পলিয়ানপুর গ্রামের মধ্যে এক ব্যাক্তিকে বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে চোরাকাবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাসী করে কসটেপ দিয়ে মোড়ানো ১৫ টি স্বর্নের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ১ কেজি ৮০০.১৫ গ্রাম। যার আনুমানিক মুল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, উদ্ধার কৃত ১৫ টি স্বর্নের বার সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে উদ্ধার কৃত ১৫ টি স্বর্নের বারের মালিককে আটকের চেষ্টা চলছে।